বিআইসিটিএল নিউজ ডেস্কঃ
# যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ পাটোয়ারী রাজ ও কাজি সরোয়ার শৃঙ্খলা ভঙ্গ, বাঁধা প্রদান, অপপ্রচার, হুমকি প্রদান,অকথ্য গালাগাল অশালীন আচরনসহ বিভিন্ন অপকর্ম সহ নিজেদের ভূয়া সভাপতি সাধারণ সম্পাদক দাবি করা সহ সাংগঠনিক কাজে বাঁধা সৃষ্টি এবং অনৈতিক ধান্দায় দূর্নাম করে নেতাদের মাঝে কুৎসা প্রচারের দায়ে সাংগঠনিক সকল ইউনিট থেকে তাদের স্হায়ী বহিস্কার করা হয়েছে। তারা উক্ত সংগঠনের কেহ নয়। এ সংগঠনের সহিত তাহাদের কোনো সম্পর্ক নেই। কোনোরূপ অসত্য প্রকাশ এবং ভূয়া সভাপতি সাধারণ সম্পাদক দাবি করিলেও গ্রহনীয় হইবে না, নিজ সম্মান বজায় আবশ্যক এবং নচেত আইনানুগ ব্যবস্হা গৃহীত হইবে।
# অপর দিকে ইমরান চৌধুরী নামক তৎকালে সভাপতি থাকা অবস্হায় সাংগঠনিক পরিপন্থী ও অন্যদের ফাঁসানো,ভয়ভিতি প্রদর্শনসহ বিভিন্ন অসংগতি পূর্ন অন্যায়ের সাথে যুক্ত থাকায় ও তাকে স্বসম্মানে অভ্যহতি প্রদান করা হয়।
# এছাড়াও অপর সহযোগি জনাব রুকুন সোহেল পূর্বে সংগঠনের কোনো কার্যক্রম না করায় এবং তিনি নিজেই অমত প্রকাশে স্বসম্মানে অব্যহতি নেয়।
সকলের অবগতির জন্য জানানো হইলো। কেন্দ্রীয় সেল