ঐতিহাসিক ৭ মার্চ; বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন, এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সকাল সাতটায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী।
দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Prime Minister Sheikh Hasina paid rich tributes to Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman on the occasion of the historic March 7.
She paid the homage by placing a wreath at the portrait of the Father of the Nation in front of the Bangabandhu Memorial Museum at Dhanmondi in the city this morning.
After laying the wreath, she stood in solemn silence for some time as a mark of profound respect to the memory of Bangabandhu, the architect of the independence.