আওয়ামী লীগ কোনও বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়
বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তিতে বলীয়ান। জনগণের শক্তিতেই বিশ্বাস করে। অন্য কোনও শক্তিতে বিশ্বাস করে না। অন্য কোনও শক্তির সমর্থন সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি। কোনও বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়,আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর নির্ভরশীল।
বিএনপি তো জনসমর্থনহীন। বিএনপি দিনের বেলা নয়া পল্টনে অফিস করে। রাতে দূতাবাসে দূতাবাসে ঘুরে। কারণ তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে দূতাবাসে ঘুরে বেড়ালে তাদের কোলে করে ক্ষমতায় বসাবে। এই দেশে ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ। কোলে করে যদি কেউ ক্ষমতায় বসাতে পারে তাইলে সেটা জনগণই পারবে।