অগ্নিঝরা মার্চ ১ মার্চ ১৯৭১
বাংলাদেশ :
এই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিল পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের।সারা দেশের মানুষ তাই রেডিও আর টেলিভিশন খুলে বসে থাকলো তার কথা শোনার জন্য।কিন্তু দেশবাসীকে হতাশ করে,ইয়াহিয়ার যায়গায় অন্য আরেকজন এসে ঘোষণা করলো,”পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করেছেন।তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে একটি গভীর রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করেছেন।“
তখন তীব্র ক্ষোভে ফেটে পরলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তিনি বাঙালি জনগণের মুক্তির ডাক দিলেন।সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন এটি কোন গণতন্ত্র নয় বরং এটি পাকিস্তানি শাসকদের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ মাত্র।আমরা বাঙালিরা ঘৃণাভরে এই ঘোষণা প্রত্যাখ্যান করলাম এবং ২ মার্চ ঢাকা ও ৩ মার্চ সারাদেশব্যাপী বাংলার সাধারণ মানুষ হরতাল পালন করবে।পরবর্তী দিক নির্দেশনার জন্য আপনারা(বাঙালিরা) ৭ মার্চ পর্যন্ত অপেক্ষা করুণ।
এরপর বাঙালি জাতির ইতিহাসে প্রথমবারের জন্য স্বাধীনতার স্লোগান দিল,
“বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।“
March 1971
Bangladesh :
March 01
People tuned their radios and turned their TVs on because President Agha Yahiya Khan was supposed to address the nation. However, someone else read out a statement that President Yahya Khan has announced the postponement until “a later date” of the National Assembly. He termed it Pakistan’s “gravest political crisis.” Hundreds of thousands of enraged people took the streets.
Bangabandhu Sheikh Mujib reacts and calls for emancipation of Bengalees. He held a press conference and said that this was not democracy but dictatorship and as a sign of revolt the people would observe general strike on 2nd March in Dhaka and the whole country on the 3rd. He also said further announcements would be held on March 7th.
For the first time in Bengali history, slogans demanding independence for Bangladesh were heard: “Bir Bangali ostro dhoro Bangladesh shwadhin koro (Courageous Bengalis, take up arms and free Bangladesh)”.